About

 


০১-০১-২০২০ ইং মনোবল ডট কম এর মাধ্যমে বাংলাদেশ ই-কমার্স ব্যবসার একটি নতুন দিক উন্মেচিত হয়। মনির আহমদ (মুস্লিম আলী) -এর হাত ধরে মনোবল ডট কমের পথ চলা শুরু। তিনি মনোবল ডট কমের অন্যতম প্রতিষ্ঠাতা। তার দেখানো পথ ধরেই আজকে মনোবল ডট কম দূর্বার গতিতে বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিগত ১৯ বছর ধরে তিনি দেশি ও বিদেশী বিভিন্ন বহুজাতিক ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার ভাষায়, এই সমাজে অনেক মেধাবী মানুষ রয়েছে। কিন্তু আর্থিক ভাবে স্বচ্ছল নয়। পৃষ্ঠপোষকতার অভাবে যারা তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ। মনোবল ডট কম ই-কমার্স ব্যবসা বা কারিগরি শিক্ষাই পারে এই মেধাবী মানুষদের স্বপ্নগুলো সত্যি করতে। কিন্তু সেটা হবে অবশ্যই দায়মুক্ত। অর্থাৎ মনোবল ডট কমের সঙ্গে জড়িত সকলের স্বতঃফুর্ত ও সততার সঙ্গে অংশ গ্রহন। যাতে করে এই মনোবল ডট কমের সঙ্গে জড়িত কেউ যেন নিজ প্রাপ্য থেকে বঞ্চিত না হন। এই বিশ্বাস থেকেই তিনি স্বনামধন্য শিক্ষক হিসেবে স্বনামের সাথে প্রচুর সফল ট্রেইনার ও লিডার তৈরি করে যাচ্ছেন। তিনি আমাদের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, "মনোবল, জনবল, অর্থবল এই তিন মিলেই মানুষ হয় সফল"

একটি মন্তব্য পোস্ট করুন